ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেক্সিকোতে বারে হামলা, নিহত ২৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোতে বারে হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় একটি বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোয়াৎসাকোয়াকোসে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে।

বুধবার সকালে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের অ্যাটর্নি জেনারেল বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, কাবাল্লো ব্লান্সো নামের ওই বারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আট জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। গুরুতর দগ্ধ আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে জানিয়েছে, স্বেচ্ছায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভেরাক্রুজ রাজ্যের গভর্নর কিউটলাহক গার্সিয়া জানিয়েছেন, সম্ভবত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মেক্সিকোর কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বারে পেট্রোল বোমা ছুঁড়ে মারার আগে বন্দুকধারীরা সেখানে গুলি ছুঁড়েছিল।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়