ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেঘনা কনডেন্সড মিল্কের লোকসান কমেছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘনা কনডেন্সড মিল্কের লোকসান কমেছে

অর্থনৈতিক প্রতিবেদক : দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-ডিসেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ‍ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান কমেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৩৮ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.০৩ টাকা এবং শেয়ার প্রতি দায়ের পরিমাণ ৩০.৩০ টাকা।

আগের বছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১.৯১ টাকা, এনওসিএফপিএস ছিল ২.০১ টাকা এবং ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি দায় ছিল ২৮.৯২ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে ০.৫৩ টাকা বা ২৭.৭৫ শতাংশ।

এ ছাড়া গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর ১৬) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭৫ টাকা, যা আগের বছরে একই সময়ে ছিল ০.৮৩ টাকা।

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়