ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেঘনা পেটের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘনা পেটের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জুলাই-ডিসেম্বর ১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.১৯১ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ০.০০৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২.৯৯ টাকা (নেগেটিভ)।

আগের বছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৮৬ টাকা, এনওসিএফপিএস ছিল ০.০৩৯ টাকা এবং ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ২.৮০ টাকা (নেগেটিভ)। সে হিসেবে কোম্পানিটির লোকসান বেড়েছে ০.০০৫ টাকা।

গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর ১৬) এ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৯৯ টাকা। আগের বছরে একই সময়ে আয় ছিল ০.০৯৪ টাকা।

 




রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়