ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস, আহত ৪

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস, আহত ৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগরের মাঝখানে দুই নাম্বার ব্রিজ এলাকায় পাহাড় ধস হয়েছে। এ ঘটনায় মাটি চাপা পড়ে পুলিশ ফাঁড়ির এস আই রাজিব বৈরাগীসহ  ৪ জন আহত হন।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত তিনদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে পাহাড় ধসের আশঙ্কা নিয়ে সর্তকতা জারি করে আবহাওয়া অফিস। বিকেল ৪ টার দিকে, মেরিন ড্রাইভ সড়কের দুই নাম্বার সেতু এলাকায় হঠাৎ পাহাড় ধসে রাস্তার উপর পড়ে। সে সময় উভয় দিক থেকে যাতায়াতকারী ৩টি সিএনজি ও ১ টি ট্রাক মাটিচাপা পড়ে।

খবর পেয়ে পাশে থাকা সেনা বাহিনীর ১৬ ইসিবি'র একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে প্রথম থেকেই কাজ শুরু করেন। দীর্ঘ ৩ ঘণ্টা মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টা থেকে আবার যান চলাচল শুরু হয়েছে।

এর আগে সকালে টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হন ৪ জন।


রাইজিংবিডি/কক্সবাজার/১০ সেপ্টেম্বর ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়