ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেয়র নিজেই আবর্জনা পরিষ্কারে নামলেন

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়র নিজেই আবর্জনা পরিষ্কারে নামলেন

সিরাজগঞ্জ সংবাদদাতা: ময়লা-আবর্জনা জমে পুরো পৌর শহরই পরিনত হয়েছে ভাগাড়ে। বাধ্য হয়ে পৌর মেয়র নিজেই পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে পরিস্কারে নেমে গেলেন।

এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ পৌরসভায়। টানা ৯ দিন ধরে দাপ্তরিক ও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে এ পৌরসভার। ফলে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা।

আন্দোলনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। টানা সাতদিন ময়লা আবর্জনা পরিষ্কার না করায় পৌর শহরের বিভিন্ন স্থানে জমে গেছে ময়লা। এ নিয়ে পৌর নাগরিকদের অভিযোগেরও শেষ নেই। তাই শেষ পর্যন্ত বাধ্য হলেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। নিজ উদ্যোগে সোমবার রাতে মুজিব সড়ক এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কারে নামেন।

এ সময় প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার কার্যক্রম বন্ধ রেখে গত ১৪ জুলাই থেকে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। ফলে টিকাদান কর্মসূচি, কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন কার্যক্রম বন্ধ হয়ে আছে।

এ অবস্থায় মেয়রের এই উদ্যোগ শহরের সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

 

রাইজিংবিডি/ সিরাজগঞ্জ/২৩ জুলাই ২০১৯/ অদিত্য রাসেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়