ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোদির মুখেও কাটাপ্পার নাম

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদির মুখেও কাটাপ্পার নাম

ছবির কোলাজ

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তি পেয়েছিল বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার পর  সিনেমাটির সিক্যুয়েল বাহুবলি-দ্য কনক্লুশন’র ট্রেইলার প্রকাশ করেছেন নির্মাতারা। ১৬ মার্চ প্রকাশিত হয়েছে ট্রেইলারটি। এরপর থেকেই আলোচনায় রয়েছে এটি।

আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি ঘিরে সাধারণ দর্শকের উৎসাহের শেষ নেই। এ সিরিজের প্রথম সিনেমাটি যারা দেখেছেন শেষ মুহূর্তে তাদের মনে একটি প্রশ্নই জেগেছে, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল? এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নজরে এসেছে বাহুবলি সিনেমার কাটাপ্পা চরিত্রটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভারতের উত্তর প্রদেশে একটি র‌্যালিতে বক্তব্য দেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি জানান, বিজেপি-কে ভোট দিয়ে ক্ষমতায় আনা হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেমনটা ‘সিনেমায় কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছিল।’

তিনি আরো বলেন, ‘সিনেমায় বাহুবলি নামের একটি চরিত্র কাটাপ্পার হাতে হত্যা হয়েছিল। ১১ মার্চের (নির্বাচনের ফলাফল ঘোষণার দিন) পর পুলিশ সন্ত্রাসীদের যত্ন নেবেন, যেমনটা কাটাপ্পা নিয়েছিলেন।’

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নরেন্দ্র মোদির এই বক্তব্যটি ইন্টারনেটে বেশ সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে সিনেমাটির একজন মুখপাত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাহুবলি সিনেমার নাম নিয়েছেন আমরা খুবই খুশি হয়েছি। আমরা জানতাম, কাটাপ্পা চরিত্রটি সবার নজর কেড়েছে কিন্তু মোদিজির নজর কেড়েছে তা জানতাম না।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়