ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোস্তাফিজকে একাদশে রেখে ফিল্ডিংয়ে রাজস্থান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪৩, ১৯ এপ্রিল ২০২১
মোস্তাফিজকে একাদশে রেখে ফিল্ডিংয়ে রাজস্থান

তিনবার শিরোপা জেতা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রাজস্থান রয়্যালস। দলটির হয়ে গত ম্যাচে ২৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান টানা তৃতীয় ম্যাচে একাদশে।

রাজস্থানের মুখোমুখি লড়াইয়ে ১৪-৯ ব্যবধানে এগিয়ে চেন্নাই। যদিও গত আসরে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচই হেরেছে তারা। এবার দুই দলই প্রথম ম্যাচ হেরে শুরু করেছে। তবে দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতেছে রাজস্থান ও চেন্নাই।

২০০৮ সালের এই দিনেই আইপিএলে অভিষেক হয়েছিল চেন্নাইয়ের। ওই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩৩ রানে হারায় তারা। আর ধোনি খেলতে যাচ্ছেন অধিনায়ক হিসেবে দুইশতম ম্যাচ। এমন দিনটা স্মরণীয় করে রাখতে জয়ের বিকল্প দেখছে না তিনবারের চ্যাম্পিয়নরা।

রাজস্থান: জস বাটলার, মানান ভোহরা, সাঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, জয়দেব উনারকাট, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান।

চেন্নাই: রুতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়