ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। একই সঙ্গে তারা নিয়মিতভাবে মশক নিধক অভিযান পরিচালনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মূল আলোচক ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ।


রাইজিংবিডি/ময়মনসিংহ/১ আগস্ট ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়