ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে সেরা ১২ কলেজে ১ হাজার ১৩৭ জন জিপিএ-৫

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে সেরা ১২ কলেজে  ১ হাজার ১৩৭ জন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : এইচএসসি’র ফলাফলে এবছর ময়মনসিংহ জেলার সেরা ১২ কলেজ থেকে ১ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ৫০জন পরীক্ষার্থীর মাঝে সবাই পাস করেছে যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১জন, পাসের হার শতভাগ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ১,২৭২ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১২৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২৫ জন, পাশের হার ৯৮.৯০ শতাংশ। সরকারী মুমিনুন্নিসা কলেজে ৯৯৪ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৯৭৮জন, জিপিএ-৫ পেয়েছে ২৮৯ জন, পাশের হার ৯৮.৩৯শতাংশ। সরকারী আনন্দ মোহন কলেজে ৯৯২ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৯৪৪জন, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন, পাশের হার ৯৫.১৬শতাংশ। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৫২৭ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৫২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন, পাশের হার ৯৯.৪৩শতাংশ। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ৮৩২ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৮০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন, পাশের হার ৯৬.৫১শতাংশ। নটরডেম কলেজে ১,১৪১ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১০৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৫, পাশের হার ৯৫.৭৯ শতাংশ। এ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৪৬৯ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৪৪৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাশের হার ৯৪.৬৭ শতাংশ। ফুলবাড়ীয়ার আছিম শাহাবুদ্দীন কলেজে ৭৩২ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৬৮৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৪, পাশের হার ৯৩.৯৯শতাংশ। আলমগীর মুনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে ৭৫৫ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৬৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন, পাশের হার ৮৯.২৭শতাংশ। শম্ভুগঞ্জ জিকেপি কলেজে ৩৪৬ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ২৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার ৮৪.৬৮শতাংশ। মুসলিম র্গাল্স স্কুল এন্ড কলেজে ৭৪৭ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৬২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৯ জন, পাশের হার ৮৩.৬৭শতাংশ। আকুয়ায় ময়মনসিংহ সরকারী  কমার্স কলেজে ৭৭৪ পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৬২৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাশের হার ৮০.৪৯শতাংশ।


রাইজিংবিডি/ ময়মনসিংহ /১৭ জুলাই ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়