ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যমুনার ভাঙনে চরাঞ্চলের মানুষ দিশেহারা

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যমুনার ভাঙনে চরাঞ্চলের মানুষ দিশেহারা

বগুড়া প্রতিনিধি : বর্ষার শুরুতেই যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের কয়েক লাখ বাসিন্দা।

এদিকে রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গেল তিন সপ্তাহে নদী তীরের ৫ শতাধিক পরিবার গৃহহীন এবং এক হাজারের বেশি আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। আরও ভাঙনের কবলে রয়েছে শত শত পরিবারের বাড়িঘর আর আবাদি জমি। তবে বন্যা নিয়ন্ত্রণ বাধেঁ এখনও ভাঙন দেখা দেয়নি। বাঁধ রক্ষায় বর্ষার শুরু থেকে জিও ব্যাগ ফেলতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, যমুনা নদীর তীরবর্তী চর ঘাগুয়া, পাকুরয়া চর, কাজলা ইউনিয়নের মানিকদাইর থেকে জামথল, বেড়া পাঁচবাড়িয়া, উত্তর টেংরাকুরা, শনপচার চরগুলোতে বন্যা আঘাত হেনেছে। এর ফলে তীরবর্তী এলাকা ধসে একেরপর এক বসতভিটা আর শতশত একর আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

 

এছাড়াও সারিয়াকান্দি উপজেলার মানিকদাইর থেকে পাকুরিয়ার চর হয়ে ধারাবর্ষার চর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশে বেশি ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়েছে যমুনার ডান তীরের উত্তর শিমুলতাইড় চর, চর বহলাডাঙ্গা, সুজনের পাড়া, কাকলিহাতা, চকরতিনাথ ও দীঘিপাড়াচর।

ভাঙনের শিকার কৃষক আল মিয়া বলেন, এই যমুনার গ্রাসে এ পর্যন্ত ছয় বিঘা আবাদি ছাড়াও ভিটেমাটি গিলেছে যমুনা। গত সপ্তাহে সর্বশেষ বসত ভিটাটাও যমুনায় বিলীন হয়েছে। এখন তিনি নি:স্ব।

কাজলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাজাহান আলী বলেন, গত তিন সপ্তাহে ৫ শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছেন। আর এক হাজার হেক্টরের বেশি আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আরও অনেক আবাদি জমি নদীগর্ভে বিলীন হবার আশঙ্কায় আছে।

জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ আহম্মেদ রাইজিংবিডিকে জানান, যমুনার পানি বৃদ্ধি পাওয়ার চরাঞ্চলের কিছু অংশ বন্যা কবলিত হয়েছে। তবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাধঁ রক্ষায় নিয়মিত জিও ব্যাগের ডাম্পিং চলছে।

 

রাইজিংবিডি/বগুড়া/১৪ জুলাই, ২০১৯/একে আজাদ/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়