ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যশোরে খাদ্য কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে খাদ্য কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর: ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যশোরে বদরুল আলম (৪২) নামে এক খাদ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার যশোর উপশহর বি-ব্লকে এ ঘটনা ঘটে।

তবে মৃতের বাবা দাবি করেছেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার ছেলেকে। থানায় অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বদরুল আলম খুলনা মানিকতায় ফুড ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের নিজার আলী গাজীর ছেলে। যশোর উপশহর বি-ব্লকের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

যশোর কোতয়ালি থানার এসআই ফকির ফেরদৌস পরিবারে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় বদরুল আলমের। তার বাবা নিজার আলীর অভিযোগ, পুত্রবধু পিংকি খাতুন চেতনানাশক ইনজেকশন দেয়াতে ছেলের মৃত্যু হয়েছে।’

বদরুল আলমের ভগ্নিপতি জুলফিকার আলী বলেন, ‘বদরুল আলম অনেক টাকা ও সম্পত্তির মালিক। ডায়রিয়ায় মৃত্যু হলে তাকে সমাহিত করার জন্য এতো তাড়াহুড়া করা হচ্ছে কেন? বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ডায়রিয়ার কারণে ছেলের মৃত্যু হয়নি বলে অভিযোগ করেছেন বদরুলের বাবা। তাই ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।’


রাইজিংবিডি/যশোর/২৩ আগস্ট ২০১৯/বিএম ফারুক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়