ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোরে পুলিশের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে পুলিশের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে বাধা ও পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

সাংস্কৃতিক ও পেশাজীবী সংঠনের নেতা কর্মীরা অভিযোগ করেছেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা জানানোর আগে বধ্যভূমির বেদিতে উঠতে বাধা দেন কোতোয়ালি থানার ওসি। 

তারা এ ঘটনায় জেলা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, শনিবার সকাল ৯টার আগে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানানো যাবে না এমন কোন নির্দেশনার কথা জানা ছিল না।  

তিনি বলেন, ‘আমরা সাড়ে ৮টার দিকে ফুল দিতে গেলে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে।  সাংস্কৃতিক কর্মীরা এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে না।  এ রকম একটি জাতীয় দিবসে প্রশাসনের বিশৃঙ্খলা করা ঠিক না।’

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন যশোর শাখার সাধারণ সম্পাদক ডা. আবুল বাশার বলেন, আমরা যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৫০/৬০ জন ডাক্তার সকাল সাড়ে ৮টার মধ্যে বধ্যভূমিতে চলে যাই। কারণ মেডিকেল কলেজে পরীক্ষা চলছে ও সকাল ৯টার মধ্যে আমাদের হাসপাতালে ইলেকট্রনিক ডিভাইসে উপস্থিতি নিশ্চিত করতে হয়। কিন্তু পুলিশের বাধায় আমরা সময় মতো শ্রদ্ধা জানাতে ব্যর্থ হই। এ কারণে আমাদের অনেকে শ্রদ্ধা না জানিয়ে ফিরে যান।

ছাত্রলীগ যশোর মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক সুব্রত দেবনাথ বলেন, ‘আমাদের ক্লাস ও ডিউটি ছিল। এ জন্য সকাল ৯টার আগে বধ্যভূমিতে পৌঁছে যাই। কিন্তু আমাদের শ্রদ্ধা জানাতে দেয়া হয়নি। এসময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।’

যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় সকাল ৯টায় শ্রদ্ধা জানানো সিদ্ধান্ত হয়। কিন্তু সকাল ৯টার আগে কেউ শ্রদ্ধা জানাতে পারবেন না সেই সিদ্ধান্ত হয়নি।’

জানতে চাইলে মুক্তিযোদ্ধা কমান্ড যশোর সদর উপজেলার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী স্বপন বলেন, ‘জেলা প্রশাসনের প্রস্তুতি কমিটির সভায় সব সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিল। সেখানে কেউ বলেননি সকাল ৯টার আগে শ্রদ্ধা জানাবেন।’

এ বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমার কাছে জিজ্ঞেস করছেন কেন?এটা সমন্বয় পরিষদের সিদ্ধান্ত। জেলা প্রশাসকের কাছে জিজ্ঞেস করেন। আমি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি মাত্র।’

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘সকাল ৯টার আগে বধ্যভূমিতে কাউকে ফুল দিতে দেয়া হয়নি অথবা কেউ ফিরে গেছেন এটা জানা নেই। তবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় সম্মিলিত সিদ্ধান্ত ছিল সকাল ৯টায় বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।’

 

যশোর/সাকিরুল কবীর/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়