ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যশোরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২২ জনে।

যশোরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ইমদাদুল হক রাজু বলেন, ‘বৃস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিনটি মনিটরিং টিম গঠন, একটি নিয়ন্ত্রণ কক্ষ ও মনিটরিং সেল খোলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বেড়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য বিভাগও তৎপর রয়েছে।’

 

রাইজিংবিডি/যশোর/২২ আগস্ট ২০১৯/বি এম ফারুক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়