ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৯, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ আগস্ট যশোর জেলা ট্রাক-ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে যশোরের সর্বত্র।

নির্বাচনের আমেজ ধরেই হাওয়া বইছে শহরের মিস্ত্রিখানা সড়কে শ্রমিক ইউনিয়নের কার্যালয়সহ নিউমার্কেট খাজুরাস্ট্যান্ড, চুড়ামনকাঠি, সাতমাইল লেবুতলা, সীমাখালি, রাজারহাট, রুপদিয়া, বসুন্দিয়া, গাইদগাছি,  কুয়াদা বাজার, মণিরামপুর ও কেশবপুরসহ ইউনিয়নের শাখা অফিসগুলোতে।

নির্বাচন যতই এগিয়ে আসছে প্রার্থীদের কাছে ভোটারদের কদর ততোই বাড়ছে। প্রার্থীরা ব্যক্তিগতভাবে ভোটারদের সাথে যোগাযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

লাল্টু-বাহাদুর পরিষদ, আলম-ইনতাজ পরিষদ ও জয়নাল-নসু পরিষদ এই তিনটি  প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৭টি পদে মোট ৫১ জন প্রার্থী হয়েছেন। সংগঠনটির ৮ হাজার ১৮৩ জন সদস্যের মধ্যে এবার ৬ হাজার ৩৪০ জন ভোটার হয়েছেন। বাকী ১ হাজার ৮৪৩ জন এবার ভোট দিতে পারবেন না।

এদিকে, এবারের নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে আলম-ইনতাজ ও লাল্টু-বাহাদুর পরিষদের মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ শ্রমিকরা।

তবে শ্রমিকদের অভিযোগ, আলম-ইনতাজ পরিষদ একাধিকবার ক্ষমতায় থাকার পরও ইউনিয়নের সাধারণ সদস্যদের মূল্যায়ন হয়নি। সংগঠনে প্রতিদিন ৪০-৫০ হাজার টাকা আয়। কিন্তু ইউনিয়নের ফান্ডে কোনো টাকা নেই। আবার সদস্যদের মাসিক জমানো টাকা শেষ বয়সে এসে না পেয়ে বছরের পর বছর  ধরণা  দিতে হয়। অথচ, নেতারা ইউনিয়নের টাকায় নিজেদের বিশাল অট্টালিকা তৈরি করছেন। এ জাতীয় কারণে শেষমেষ নির্বাচনে কাদের পাল্লা ভারি হবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সাধারণ ভোটাররা।

 

রাইজিংবিডি/যশোর/৬ আগস্ট ২০১৯/বি এম ফারুক/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়