ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যে চেয়ার পরিধান করা যায়!

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে চেয়ার পরিধান করা যায়!

এখন যুগ হচ্ছে ওয়্যারেবল ডিভাইসের। ডিজিটাল ডিভাইস এখন মানুষ পরিধানে অভ্যস্ত। তা সেটা স্মার্ট চশমা হোক, কিংবা স্মার্ট ট্যাটু। তাই বলে চেয়ার?

হ্যাঁ, একটি স্টার্টআপ প্রতিষ্ঠান কিন্তু এমন চেয়ারই উদ্ভাবন করেছে। শুধু তাই-ই নয়। তারা ইতিমধ্যেই এটি বাজারে আনার জন্য প্রয়োজনীয় অর্থের চেয়ে বেশি অর্থ সংগ্রহও করে ফেলেছে।

অ্যাস্ট্রাইড বায়োনিক্স নামের এই স্টার্টআপ ‘লেক্স’ নামের বায়োনিক চেয়ার তৈরি করেছে, যা শরীরের একটি অঙ্গের মতোই ঝুলে থাকবে। আর আপনি যখন খুশি, যেখানে খুশি এক দন্ড বসতে পারবেন। তা সেটা বাস স্টেশন হোক, কিংবা টিকিট কাটার লাইন, আপনার ‘সিট’ নিশ্চিত করতে অ্যাস্ট্রাইড বায়োনিক্স আবিষ্কার করেছে লেক্স।

লেক্স বেল্টের সাহায্যে আপনার কোমর থেকে ঝুলতে থাকবে। দুটি অ্যালুমিনিয়ামের ‘পা’ আপনার পেছন দিকে ঝুলে থাকবে, অস্বস্তি বলতে এটুকুই। যদি কেউ এই অংশটুকু সহজে মেনে নিতে পারেন, তবে আপনার জন্য ক্লান্ত হওয়ার সুযোগ কম। কেননা আপনি যখনি ক্লান্ত বোধ করবেন আপনি চাইলেই বসতে পারবেন।

পড়ুন :


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়