ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যে সড়কে ১৩ দিনে গেল ৩ প্রাণ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩২, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে সড়কে ১৩ দিনে গেল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা-যশোর মহাসড়কের মীর বাড়ি এলাকা যেন মৃত্যু উপত্যকা। সড়ক দুর্ঘটনায় ১৩ দিনে এখানে প্রাণ হারিয়েছেন ৩ জন।

স্থানীয়রা এখানে একটি স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসছেন বহুদিন।

খানজাহান আলী থানাধীন মীর বাড়ি এলাকার এই মহাসড়কে সর্বশেষ রোববার মনিরা বেগম (৪৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছেন। সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

মনিরা বেগমের চারটি শিশু সন্তান রয়েছে। তার স্বামী বেঁচে নেই। গরুর জন্য ঘাস নিয়ে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোহাগ পরিবহনের বাস তাকে পিষ্ট করে।

এ ঘটনায় ক্ষিপ্ত জনতা স্পিড ব্রেকার এবং নিহতের ক্ষতিপূরণের দাবিতে সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

এর আগে মীরবাড়ি এলাকায় গত ৯ জুলাই সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক মোঃ মাসুদ রানা (৩০) এবং ১৬ জুলাই খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের বেসামরিক (এমইএস) বিদ্যুতের লাইনম্যান বিলিয়ান হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

 

রাইজিংবিডি/ খুলনা/ ২২ জুলাই ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ