ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যেখানে গিলক্রিস্টের পর ওয়েড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেখানে গিলক্রিস্টের পর ওয়েড

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারদের হারিয়ে বেশ বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তবে শেষপর্যন্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।

গ্যাবায় অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান হিসেবে এর আগে ২০০৬ সালে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন অসি উইকেটরক্ষক ব্যাটসম্যান। তারপর আজ গ্যাবায় সেঞ্চুরি হাঁকালেন ওয়েড। তার সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ২৬৮ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া।

মাত্র ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অসিদের টেনে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল আর উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। এই জুটিতে অসিদের স্কোরবোর্ডে যোগ হয় ৮২ রান। ম্যাক্সওয়েল ৫৬ বলে সাতটি চারের সাহায্যে করেন ৬০ রান।

অন্যদিকে ম্যাথু ওয়েড নাটকীয়ভাবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ইনিংসের শেষ বলে। ১০০ বলে সাতটি চার আর দুটি ছক্কায় তিনি ১০০ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির দুটি, হাসান আলি তিনটি, ইমাদ ওয়াসিম দুটি আর মোহাম্মদ নাওয়াজ একটি উইকেট নেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়