ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে কিশোর আটক

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক  রংপুর: রংপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক কিশোরকে  আটক করেছে র‌্যাব। সোমবার রাতে কাউনিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।

রংপুর র‌্যাবের সহকারি পরিচালক এএসপি আ.ন.ম.ইমরান খান এক বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রংপুরের উপজেলার নাজিরদহ চক্রপানি এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণায় জড়িত  মোস্তাফিজার রহমানের পুত্র মো. আজিজুল ইসলামকে (১৫) আটক করা হয়।   আজিজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/রংপুর/২ এপ্রিল ২০১৯/নজরুল মৃধা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়