ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ গ্রেপ্তার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের রংপুর বিভাগীয় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোর রাতে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে মেরিল সুমনসহ তার তিন ঘনিষ্ঠ সহযোগী আকিব হোসেন, আখেরুজ্জামান আপেল ও রিফাত হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, বিদেশি রিভলবার, চাইনিজ কুড়াল, দুটি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এ সময় মোজাম্মেল হক বলেন, আসন্ন ঈদুল ফিতর ঘিরে রংপুর বিভাগের আট জেলাতে র‌্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি জেলার রেলস্টেশন, বাসস্টেশন, বিপণিবিতান, মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি, টিকিট কালোবাজারি, মলম ও অজ্ঞান পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/রংপুর/৩০ মে ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়