ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পল্লী নিবাসে এরশাদকে সমাহিত করার দাবি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পল্লী নিবাসে এরশাদকে সমাহিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক, রংপুর: হুসেইন মুহম্মদ এরশাদের শেষ ঠিকানা হোক রংপুরের পল্লী নিবাস- এই দাবি করেছেন রংপুর জাতীয় পার্টির নেতাকর্মী ও এলাকার জনসাধারণ।

তাদের দাবি, এরশাদকে রংপুরে সমাহিত করা হোক তার বাবা-মায়ের কবরের পাশে অথবা তার নিজের বাড়ি পল্লী নিবাসে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফিজার রহমান মোস্তফা বলেন, ‘স্যারের  দাফন রংপুরে করার জন্য গত সোমবার সংবাদ সম্মেলন করেছি। আমাদের রাজনৈতিক পিতা হুসেইন মুহম্মদ এরশাদ স্যার পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। এক্ষেত্রে আমাদের একমাত্র দাবি, স্যারের গড়ে তোলা পল্লী নিবাসে তাকে সমাহিত করতে হবে।’

মোস্তফা আরো বলেন, ‘এরশাদ স্যার অসুস্থ শরীর নিয়ে এ বছরের মার্চে রংপুরে এসেছিলেন। তিনি নিজেই বলেছিলেন, আমার শরীর ভালো নেই, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। তোমরা আমার ডিজাইনে পল্লীনিবাসে আমার সমাধি কমপ্লেক্স কোরো। আমি মৃত্যুর পরও তোমাদের মাঝে থাকতে চাই।’

রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান জাহাঙ্গির বলেন, ‘আমরা চাই আমাদের নেতাকে রংপুরেই দাফন করা হোক যেন রংপুরের মানুষ সব সময় তার কবর জিয়ারত করতে পারেন।’

পান দোকানি আব্দুল মালেক বলেন, ‘এরশাদের বাবা মায়ের কবর রংপুরে। তাই আমরা দাবি করছি তাকে রংপুরেই কবর দেয়া হোক।’

তিনি বলেন, ‘গত ২৮ জুন রংপুরে আসার কথা ছিল এরশাদের। তার সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। বাড়ির নির্মাণ কাজ দেখতে তিনি রংপুরে আসতেন এবং নির্মাণাধীন বাড়িতেই উঠার কথা ছিল তার। দুই রাত অবস্থান শেষে ৩০ জুন ঢাকায় ফেরার সূচিও চূড়ান্ত হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।’ 

পল্লী নিবাস সংস্কার করে তিনতলা ভবন গড়া হচ্ছে। এতদিন সীমানা দেয়ালের ভেতরের আঙিনায় আলাদা আলাদা ভবন ছিলো। এরশাদ থাকতেন দ্বিতল ভবনে। আর পিএস ও স্টাফদের জন্য ছিলো একতলা ভবন। দ্বিতীয় তলায় এরশাদ ও ছেলে এরিখের কক্ষ তৈরি করা হয়েছে। ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ, তৃতীয় তলায় ফিনিশিংয়ের কাজ চলছে। এবার এলে সেখানেই থাকার কথা ছিল এরশাদের। সর্বশেষ এরশাদ রংপুর সফরে এসেছিলেন ৩ মার্চ। তখনও বাড়ির কাজ দেখতে এসেছিলেন।’

রোববার সকালে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চির বিদায় নেন প্রাক্তন এই রাষ্ট্রপতি। সাজানো পল্লী নিবাস তার দেখা হলো না। তাই রংপুরের মানুষের দাবি, তাকে তার স্বপ্নের পল্লী নিবাসে দাফন করা হোক।’

 

রাইজিংবিডি/রংপুর/১৪ জুলাই ২০১৯/নজরুল মৃধা/টিপু/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়