ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেলস্টেশনের নিকটবর্তী একটি রেল ব্রিজ দেবে যাওয়ায় রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম।

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝ বরাবর অবস্থিত একটি সেতু দেবে যায়। এরপর থেকে রংপুর থেকে ঢাকাগামী এবং লালমনিরহাট থেকে সন্তাহারগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সংস্কার কাজ শেষ হতে বেশ কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। যমুনার পানি বৃদ্ধি হওয়ায় স্রোতের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা।




রাইজিংবিডি/বগুড়া/২২ সেপ্টেম্বর ২০১৮/একে আজাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়