ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রওশন আরা বাচ্চুর মৃত্যুতে মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রওশন আরা বাচ্চুর মৃত্যুতে মেয়রের শোক

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এক শোক বার্তায় মেয়র প্রয়াত ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মেয়র বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের একজন অন্যতম সৈনিক ছিলেন রওশন আরা বাচ্চু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি  নিজের জীবন বাজি রেখে যেসব ছাত্র নেতারা তৎকালীন প্রাদেশিক সরকারের ডাকা ১৪৪ ধারা ভেঙে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনে নেমেছিলেন, রওশন আরা বাচ্চু তাদের মধ্যে অন্যতম।

সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে তিনি পুলিশের আক্রমণের শিকার হয়ে আহত হন। তিনি একাধারে একজন রাজনীতি সচেতন ও শিক্ষানুরাগী ছিলেন। ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুর অবদান এই জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন আরা বাচ্চু। তিনি বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।


ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়