ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রওশনকে বিরোধী নেতা, কাদেরকে উপনেতা করে গেজেট

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রওশনকে বিরোধী নেতা, কাদেরকে উপনেতা করে গেজেট

জ্যেষ্ঠ প্রতিবেদক : রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, জিএম কাদেরকে উপনেতা করে গেজেট প্রকাশ করেছে সরকার।

সোমবার স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ এর জ‌্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্য দিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য পদে বিরোধী দলের নেতা হিসেবে রওশন এরশাদ ও উপনেতা হিসেবে জিএম কাদের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন।

এর আগে রোববার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেয় জাতীয় পার্টি। এছাড়া, জিএম কাদেরকে উপনেতা মনোনয়ন দিয়ে স্পিকারকে আলাদা চিঠি দেয়া হয়।

ওই দিন বিরোধী দলের উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত জাপার সংসদীয় দলের সভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, সংসদীয় বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ২৪ জনই রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা মেনে সংশ্লিষ্ট নথিতে সই করেছেন। একজন সদস্য দেশের বাইরে থাকায় নথিতে সই করতে পারেননি। তবে রওশন এরশাদকে বিরোধী দলীয় হিসেবে তিনিও সম্মতি দিয়েছেন। সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়