ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রক্তের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ব্যবহার হচ্ছে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রক্তের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ব্যবহার হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : আমাদের দেশে রক্তের দীর্ঘমেয়াদি ঘাটতি থাকা সত্ত্বেও অনেক সময় রক্তের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ব্যবহার লক্ষ্য করা যায়।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডা. মোহাম্মদ আবদুর রহিম এ কথা বলেছেন।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘রক্তের যৌক্তিক ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আবদুর রহিম বলেন, ‘চিকিৎসক, রোগী, রক্তদাতা এবং সর্বোপরি সাধারণ মানুষকে রক্তের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ব্যবহার সম্পর্কে সচেতন করার জন্য সেমিনারটি আয়জন করা হয়েছে। থ্যালাসেমিয়া রোগীরা প্রতি মাসে ১ থেকে ২ ব্যাগ রক্ত নিয়ে বেঁচে থাকেন। আমাদের দেশে রক্তের দীর্ঘমেয়াদি ঘাটতি থাকা সত্ত্বেও অনেক সময় রক্তের অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক ব্যবহার লক্ষ করা যায়। এই রক্ত অন্য রোগীদের জীবন বাঁচাতে কাজে লাগতে পারে।’

প্রখ্যাত রক্তরোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ডা. মনজুর মোর্শেদ বলেন, ‘রক্ত পরিসঞ্চালনের অনেক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এতে অনেক সাবধানতা অবলম্বন করা উচিৎ এবং রোগীদের লাভ-ক্ষতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

ডা. মাসুমা রহমান বলেন, ‘আমাদের সরকারি ব্লাড ব্যাংকগুলোর অনেক সীমাবদ্ধতা আছে। রক্ত এবং এর উপাদানের মানোন্নয়নের জন্য ব্লাড ব্যাংক আধুনিকায়নের পাশাপাশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন রক্ত পরিসঞ্চালন বিভাগ, বিএসএমএমইউ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আসাদুল ইসলাম।

 

রাইজিংবিডি/ ঢাকা/ ২৫ জানুয়ারি ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়