ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রথ দেখা কলা বেচার মতো হয়েছে’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫০, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রথ দেখা কলা বেচার মতো হয়েছে’

সোহানা সাবা

বিনোদন ডেস্ক : সোহানা সাবা। ঢাকাই সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে তার ‘ষড়রিপু’ শিরোনামের সিনেমাটি। এরপর টালিগঞ্জের ‘এপার ওপার’ শিরোনামের নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন হরনাথ চক্রবর্তী।

এ সিনেমায় বাংলাদেশের এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোহানা। সিনেমার গল্প শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের দশ বছর আগে। তারপর অনেক বছর পরের ঘটনা দেখানো হবে সিনেমাটিতে। যার কারণে ভিন্ন ভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে সাবাকে।

এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সাবা। এ আলাপচারিতায় নানা বিষয় উঠে এসেছে। কলকাতায় সাবার এটি দ্বিতীয় সিনেমা। এতে সাবার বিপরীতে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী।

এ আলাপচারিতায় সাবাকে প্রশ্ন করা হয় কলকাতায় কী শুধু কাজের সূত্রে আসেন নাকি এর আগে বেড়াতে এসেছেন? এ প্রসঙ্গে সাবা বলেন, “এর আগে কলকাতায় অনেকবার বেড়াতে এসেছি। আমার মায়ের দিকের অনেক আত্মীয়স্বজন রয়েছে এখানে। শপিং করতেও অনেকবার এসেছি। আর কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটা সিনেমা দেখেই আমাকে কাস্টিং করা হয়েছিল ‘ষড়রিপু’ সিনেমায়। সেটা একটা গ্রেট এক্সপেরিয়েন্স ছিল। গত বছর তো অনেকবার ঢাকা-কলকাতা আমি যাওয়া-আসা করেছি। মনে হয়, গত বছর আমার এয়ারপোর্টেই বেশি সময় কেটেছে। কলকাতা আমার খুবই পছন্দের শহর। আর এটা তো এখন আমার কাছে ‘রথ দেখা, কলা বেচা’র মতো হয়েছে। মানে, আমার পছন্দের শহরে পছন্দের মানুষের সঙ্গেও থাকতে পারছি আবার কাজও করতে পারছি।”




রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়