ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রমেক হাসপাতালে আরো ২৮ ডেঙ্গু রোগী ভর্তি

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমেক হাসপাতালে আরো ২৮ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সেনা কর্মকর্তা ও দুইজন পুলিশ কর্মকর্তাসহ ২৪ ঘণ্টায় ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। সব মিলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ৮০ জন।

রমেক হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা, আসাদুজ্জামান জানান, বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ৮০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৫ জন পুরুষ, ১১ জন মহিলা ও ৪ জন শিশু। নতুন ভর্তি ২৮ ডেঙ্গু রোগীর মধ্যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও পুলিশের দুজন কর্মকর্তা রয়েছেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বুধবার সকাল থেকে হাসপাতাল চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. সুলতান আহাম্মেদ।

 

রাইজিংবিডিডটকম/রংপুর/৭ আগস্ট ২০১৯/নজরুল মৃধা/ সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়