ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রমেক হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমেক হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সকালে রোগী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সকল রোগীর অধিকাংশই শিক্ষার্থী। তারা ঢাকায় গিয়েছিল কোচিং অথবা চাকরির সন্ধানে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হন তারা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সুলতান আহমেদ বলেন, রংপুরে স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী নেই। তবে ঢাকা থেকে ডেঙ্গু রোগী আসছে। এর মধ্যে বেশ কয়েক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের সবাই আশঙ্কামুক্ত।

মশক নিধন, মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় জনসচেতনতা বৃদ্ধিকরণে রংপুর সিটি করপোরেশন কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীতে শোভাযাত্রা বের হয়।

সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন, তারা মশক নিধনে প্রস্তুত রয়েছেন। তাদের কর্মীরা কাজে নেমেছে।


রাইজিংবিডি/রংপুর/২৬ জুলাই ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়