ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাখাইনে মাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাখাইনে মাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থলমাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় আরো চার শিশু ও তাদের শিক্ষক আহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, হতাহতরা কিয়াউক ইয়ান গ্রামে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, রাখাইনের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ বিচ্ছিন্নতাবাদী দল আরাকান আর্মি এই স্থলমাইন পুঁতে রেখেছিল।

অবশ্য আরাকান আর্মির এক মুখপাত্র এই বিস্ফোরণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, ‘এক শিশুর মাথা বিস্ফোরণে উড়ে গেছে। আমরা তার দেহ উদ্ধার করতে পারি নি। আমরা কেবল তার দেহটি নিয়ে এসে তার পরিবারের সদস্যদের কাছে দিয়েছে। বিকেলে তার দাফন হয়ে গেছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ