ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে ডেঙ্গু রোগে তরুণীর মৃত্যু

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে ডেঙ্গু রোগে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম শাপলা বেগম (২৩)। তিনি জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী। রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান শাপলা বেগম।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর শাপলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

রামেক হাসপাতালে এ নিয়ে দু’জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। হাসপাতালটিতে এ পর্যন্ত ৬৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রোববার থেকে সোমবার পর্যন্ত ভর্তি হয়েছেন ১০ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। আর এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১৬ জন। সোমবার হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।


রাইজিংবিডি/রাজশাহী/৯ সেপ্টেম্বর ২০১৯/তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়