ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীর মৃত‌্যু

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীর মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে স্কুলশিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন। রাজশাহীর পবা ও বাগমারা উপজেলায় রোববার এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষকের নাম আনোয়ারুল আক্তার রনি (৩৮)। তিনি পবা উপজেলার একেএম ধোপাঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রাজশাহী মহানগরীর মধ্য নওদাপাড়া মহল্লায় তাঁর বাড়ি। বাবার নাম হেলাল উদ্দিন। রনি রাজশাহী মহানগর যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন রনি। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার মধ্য পুঠিয়াপাড়া এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়।

ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছে। তাই তাদের আটক করা যায়নি। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

অন্যদিকে রাজশাহীর বাগমারায় দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষার্থীর নাম আসাদুল ইসলাম (১২)। সে উপজেলার ঝিকড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঝিকড়া গ্রামের আহাদ আলীর ছেলে সে।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, সকালে ঝিকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ভুটভুটিতে করে উপজেলা সদরে চলমান বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা দেখতে আনা হচ্ছিল। পথে দানগাছি এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে শিক্ষার্থী আসাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আহত হয় আরও অন্তত পাঁচজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আসাদুলেরও লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি বলেও জানান ওসি আতাউর রহমান।


রাইজিংবিডি/রাজশাহী/৮ সেপ্টেম্বর ২০১৯/তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়