ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রানা প্লাজা ধসের ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল না’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রানা প্লাজা ধসের ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল না’

নিজস্ব প্রতিবেদক : সাভারের রানা প্লাজা ধসের ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল না। এটা মানুষসৃষ্ট দুর্ঘটনা ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ।

রোববার রাজধানীর মহাখালী ব্রাক সেন্টারে সাভারে রানা প্লাজা দুর্ঘটনার চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ব্রাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ুবিষয়ক কর্মসূচির আলোকে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এম এম আকাশ বলেন, ‘২০১৩ সালের সাভারের রানা প্লাজা ধস ভবন মালিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের লোভ ও উদাসীনতার ফলে ঘটে।’

তিনি বলেন, ‘ঝুকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আগের দিন রানা প্লাজা ভবন থেকে ব্রাক ব্যাংকের কাগজপত্র ও সরঞ্জমাদি সরিয়ে ফেলা হয়েছিল। ওই দিন শ্রমিকরা ঝুকিপূর্ণ ভবনে ঢুকতে চাননি। কিন্তু কর্মে যোগদান না করলে চাকরি থাকবে না এবং বেতন আটকে দেওয়ার ভয় দেখিয়ে তাদের ভবনে ঢুকতে বাধ্য করা হয়।’

এম এম আকাশ বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনা আমাদের সজাগ করে দিয়েছে। যার ফলে গার্মেন্টস সেক্টরে বর্তমানে সংস্কার কাজ হচ্ছে।’

ব্রাকের ভাইস প্রেসিডেন্ট ড আহমেদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম সচিব ও অতিরিক্ত মহাপরিদর্শক মো আনোয়ার হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ।



রাইজিংবিডি/ ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়