ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাব্বির সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জবাব

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাব্বির সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জবাব

আগের দিনের সেঞ্চুরিকে সোমবার ডাবলে রূপ দিতে পারলেন না নাঈম ইসলাম

ক্রীড়া প্রতিবেদক : পারলেন না নাঈম ইসলাম। দ্বিতীয় দিন শেষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে ছিলেন বিসিবি নর্থ জোনের এই ক্রিকেটার। কিন্তু সোমবার তৃতীয় দিনে হতাশা সঙ্গী করলেন।

নতুন দিনে নতুন শুরুর সুযোগ থাকলেও নাঈম মাত্র ৯ রান যোগ করে আউট হন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে সিলেটে নাঈমের ব্যাট থেকে এসেছে ১৮৫ রান। তার ম্যারাথন ইনিংসে ভর করে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৯ উইকেটে ৪৯২ রান করে বিসিবি নর্থ জোন।

জবাবে ফজলে রাব্বির সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৪ উইকেটে ২৯৪। সাজঘরে ফিরেছেন শাহরিয়ার নাফীস (৪২), এনামুল হক বিজয় (১৩), তুষার ইমরান (৪৭) ও মোহাম্মদ মিঠুন (৩০)। ফজলে রাব্বির সঙ্গে ৩৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত (৩৪)।

সোমবার সবার নজর ছিল নাঈম ইসলামের দিকে। বিসিবি নর্থও তার ডাবল সেঞ্চুরির জন্য ইনিংস ঘোষণা করেনি। নবম ব্যাটসম্যান হিসেবে নাঈম ইসলাম আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হলে ইনিংস ঘোষণা করে বিসিবি। ৪৭৫ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৮৫ রানের ইনিংসটি সাজিয়েছেন নাঈম।

বল হাতে আব্দুর রাজ্জাক প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭তম বারের মতো ৫ উইকেট তুলে নেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়