ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রামপালের সগুনা গ্রামের সংযোগ ব্রিজ পুনঃনির্মাণের দাবি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:১১, ১৩ এপ্রিল ২০২১
রামপালের সগুনা গ্রামের সংযোগ ব্রিজ পুনঃনির্মাণের দাবি

মোংলা ঘষিয়াখালী চ্যানেল খননে দুর্ভোগের মুখে পড়েছেন রামপালের বাইনতলা ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দারা৷ চলাচলের একমাত্র ব্রিজটি ভেঙে ফেলার দুই বছর হলেও সেখানে বিকল্প পারাপারের ব্যাবস্থা সংশ্লিষ্টরা রাখেননি বলে গ্রামবাসী জানান। 

স্থানীয়রা জানান, রামপালের বাইনতলা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত দাউদখালী নদীর সগুনা অংশে যানবাহন ও জনসাধারণ চলাচলের একটি সংযোগ ব্রিজ ছিল৷ নদী খনন শুরু হলে ব্রিজটি ভেঙে ফেলা হয় ৷ এরপর একবার মাটির বাঁধ, একবার কাঠের পাটাতন দিয়ে লোকজন চলাচলের ব্যাবস্থা করা হয় ৷ গত ৬ থেকে ৭ মাস আগে সেটিও কেটে দেওয়া হয় ৷ ফলে নৌকা ছাড়া লোকজনের চলাচলের কোনো উপায় নেই। অথচ ওই সড়ক দিয়ে ৫ গ্রামের মানুষ চলাচল করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মোংলা ঘষিয়াখালী চ্যানেল এবং এর সঙ্গে সংযুক্ত ৮৩টি খাল ও নদী খননের কাজ শুরু হয়। ধাপে ধাপে বিভিন্ন নদী খননের একপর্যায়ে দাউদখালী নদী খননের কাজ শুরু হয় ৷ এখন পর্যন্ত সেখানে খনন কাজ বাস্তবায়ন করছে নৌবাহিনী ৷ 
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিন এখান থেকে হাজার হাজার লোক যাতায়াত করে৷ এই বাঁধ কাটাতে লোকজন যাতায়েতের কোনো ব্যাবস্থা নেই৷ ভাঙা নৌকা দিয়ে লোকজন জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে৷ বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে৷ আমাদের কোনো উপায় নেই। একটা লোক অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার উপায় নেই। এখানে একটি ব্রিজ করার দাবি জানাই আমরা ৷

রামপাল/অমিত/হাসান/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়