ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রামেকে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রামেকে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রওশন আরা (৫৫)।

শনিবার সকাল ১০টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যু হয় তার।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামে তার বাড়ি। মৃত রওশন আরার স্বামীর নাম মোসলেম উদ্দিন।

গত ১০ সেপ্টেম্বর থেকে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ডেঙ্গু রোগ সনাক্ত হয় রওশন আরার। এরপর ১০ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে আনা হয়। রাজশাহীতে আসার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। বৃহস্পতিবার তাকে সাধারণ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।’

সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালে এ নিয়ে দুই নারীসহ তিনজন ডেঙ্গু আক্রান্তের মৃত‌্যু হলো। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই হাসপাতালটিতে শনিবার ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এ বছর সারাদেশে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৬৮৫ জন রোগী ভর্তি হয়েছেন।

 

রাইজিংবিডি/রাজশাহী/১৪ সেপ্টেম্বর ২০১৯/তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়