ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের বড় হুমকি’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ৩০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের বড় হুমকি’

সিআইএর পরিচালক মাইক পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) প্রধান মাইক পম্পেও বলেছেন, রাশিয়ার মতো চীনও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি।

বিবিসিকে পম্পেও বলেছেন, রাশিয়া যেভাবে বিধ্বংসী কর্মকাণ্ড চালাচ্ছে, পশ্চিমা সমাজে গোপনে প্রভাব বিস্তারে চীনাদের প্রচেষ্টাও সমান উদ্বেগজনক। আমেরিকার বিরুদ্ধে চীনের শক্তিশালী অবস্থান তৈরির বিষয়ে তিনি আরো বলেছেন, ‘রাশিয়ানদের চেয়েও এ ধরনের গোপন তৎপরতা চালাতে চীনাদের বড় রকমের পরিকল্পনা রয়েছে।’

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে সিআইএ-সহ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মতৈক্যে পৌঁছায়। তবে বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। এর আগেই মাইক পম্পেও আবার সতর্কতা উচ্চারণ করে বলেছেন, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে টার্গেট করতে পারে রাশিয়া।

চীন ও রাশিয়া সম্পর্কে পম্পেও বলেছেন, ‘দুই দেশের অর্থনীতির স্কেল নিয়ে একটু ভেবে দেখুন।’ পশ্চিমা সমাজে প্রভাব বিস্তারের সক্ষমতার তুলনা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘ওই মিশন বাস্তবায়নে রাশিয়ানদের চেয়ে চীনাদের অগ্রগামিতা অনেক বেশি এগিয়ে।’

চীনে সিআইএর গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে তথ্য পাচারের অভিযোগে এ বছরের শুরুর দিকে সংস্থাটির একজন প্রাক্তন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ তদন্ত সংস্থার প্রধান পম্পেও বলেছেন, পশ্চিমের ওপর চীনের প্রভাব বিস্তারের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একসঙ্গে আরো বেশি কাজ করতে পারে। এ ছাড়া চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথ্য ‍চুরির বিশেষ তৎপরতার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়