ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে ইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ৫ থেকে ৭ ফেব্রুয়ারি যে কোনো সুবিধাজনক সময় চেয়ে বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, তবে এখনও বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাতের সময় জানানো হয়নি। তবে সময়সূচি চূড়ান্ত হলে সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাতে যাবেন।

তিনি জানান, কমিশন সাক্ষাতের সময় নিজেদের গত পাঁচ বছরের কর্মকাণ্ডের অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরবেন।

সূত্র : বাসস



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/হাসিবুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়