ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাস্তা থেকে সরে গেলেন শ্রমিকরা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তা থেকে সরে গেলেন শ্রমিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আলিফ অ্যাপারেলের শ্রমিকরা।

বুধবার সকালে রাজধানীর শ্যামলীর প্রধান সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দুপুরে আলিফ অ্যাপারেলের মালিক বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা দুপুরে অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে চলে যান।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস জানান, পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে শ্রমিকদের প্রতিনিধিদল। শ্রমিকদের বেতন এবং ভাতা পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। শ্রমিকরা আশ্বস্ত হয়ে রাস্তা ছেড়ে দিয়েছে।

বকেয়া বেতনের দাবিতে বুধবার সকালে শ্যামলীর প্রধান সড়কের দুই পাশে অবস্থান নিয়ে অবরোধ করেন আলিফ অ্যাপারেলের শ্রমিকরা। পরে তারা শ্যামলী স্কয়ারের দিকে এসে আবারও সড়ক অবরোধ করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার বিকেল পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল পুলিশ।


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়