ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রিয়ালের জালে অ্যাটলেটিকোর ৭ গোল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৫, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালের জালে অ্যাটলেটিকোর ৭ গোল

গোল থেকে বল বের করার কাজেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে থিবো কোর্তোয়াকে

ক্রীড়া ডেস্ক : হোক প্রীতি ম্যাচ, মাদ্রিদ ডার্বি বলে কথা। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের এমন হাল! ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নগরপ্রতিদ্বন্দ্বীদের যে ৭-৩ গোলের বিব্রতকর হার উপহার দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অ্যাটলেটিকোর সাত গোলের চারটিই করেছেন দিয়েগো কস্তা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ফরোয়ার্ড পরে দেখেছেন লাল কার্ডও। লাল কার্ড দেখেছেন রিয়ালের দানি কারবাহালও।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে হওয়া ম্যাচের ২০ মিনিটের মধ্যেই স্কোরলাইন ছিল ৩-০, প্রথমার্ধ শেষে যেটি হয়ে যায় ৫-০!

 

ম্যাচের ৪৩ সেকেন্ডেই অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন কস্তা। সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন টিন-এজার জোয়াও ফেলিক্স। বেনফিকা থেকে অ্যাটলেটিকোতে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে এটাই তার প্রথম গোল।

১৫ মিনিটে চোট নিয়ে মাঠে ছাড়েন আলভারো মোরাতো। তার বদলি হিসেবে মাঠে নামার চার মিনিটের মাথায় গোল করে স্কোরলাইন ৩-০ করেন অ্যাঙ্গেল কোরেয়া। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান কস্তা।

প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে কস্তা পূর্ণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার কস্তার গোল, ম্যাচে তার চতুর্থ। তাতে ৫১ মিনিটের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় ৬-০!

 

অবশেষে ৫৯ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। ব্যবধান কমান নাচো। ৬৫ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে তর্কে জড়ান কস্তা আর কারবাহাল। রেফারি লাল কার্ড দেখিয়ে বের করে দেন দুজনকেই।

৭০ মিনিটে রিয়ালের জালে সপ্তম পেরেক ঠুকে দেন অ্যাটলেটিকোর ভিতোলো। এরপর ৮৫ মিনিটে করিম বেনজেমার পেনাল্টি গোল ও ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে রিয়ালের পরাজয়ের ব্যবধানই কমে শুধু।

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়