ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রেলের উন্নয়নে মহাপরিকল্পনা

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেলের উন্নয়নে মহাপরিকল্পনা

নাটোর প্রতিনিধি : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেললাইন দরকার, সেখানে নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। যেখানে সংস্কার দরকার, সেখানে সংস্কার করা হচ্ছে। নিরাপদ ভ্রমণে রেলের উন্নয়নে যা যা করার দরকার, সেগুলোর  পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চল মহা-ব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আন্জআরা পপিসহ রেলের কর্মকর্তা এবং রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।

নাটোর-রাজশাহী সরাসরি রেললাইন নির্মাণ, পঞ্জগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এ সময় মন্ত্রীও পর্যায়ক্রমে দাবি পূরণের আশ্বাস দেন।


রাইজিংবিডি/নাটোর/৫ জুলাই ২০১৯/এম এম আরিফুল ইসলাম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়