ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোদে পোড়া ত্বক বাঁচাতে ব্রেসলেট

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোদে পোড়া ত্বক বাঁচাতে ব্রেসলেট

মো. রায়হান কবির : রোদ থেকে বাঁচতে আমরা কত কিছুই না ব্যবহার করি। কেউ ব্যবহার করি ছাতা কেউবা ব্যবহার করি ক্যাপ কিংবা হ্যাট। অনেকে সানস্ক্রিন ব্যবহার করে থাকি।

তারপরেও কি রোদ থেকে পুরোপুরি বাঁচা সম্ভব? কোনো না কোনো ভাবে আমাদের রোদের সংস্পর্শে আসতেই হয়। স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য অনুসারে, গত তিন দশকে পৃথিবীর অধিকাংশ ক্যানসার রোগী ভুগেন স্কিন ক্যানসারে। ফলে রোদ থেকে সামলে থাকাটা জরুরি।

ঠিক এই উদ্দেশ্যেই দ্য নেটাটমো কোম্পানি রোদ থেকে বেঁচে থাকার জন্য বের করেছে নতুন এক ধরনের ব্রেসলেট, যার নাম দেয়া হয়েছে ‘জুন’। এটা অনেকটা হেলথ রিস্ট ব্যান্ডের মতোই। হেলথ রিস্ট ব্যান্ড যেমন আপনার ক্যালরির হিসাব, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং সুগারের হিসাব রাখে। জুন আপনার দেহে রোদের ক্ষতিকর দিকগুলোর হিসাব রাখে। অর্থাৎ আপনার প্রয়োজনের চেয়ে বেশি সময় বা আপনার জন্যে ক্ষতি হচ্ছে এতোটা সময় আপনি রোদে থাকলে এটা আপনার ফোনে নোটিফিকেশন পাঠাবে। তাছাড়া আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাব কতটা এটা তাও পরিমাপ করে দেবে।

সবচেয়ে বড় কথা এই রিস্ট ব্যান্ড বা ব্রেসলেটটি দেখতে আসলেই খুব সুন্দর, যা ফ্যাশনের জন্যেও খাটানো যায়। ফলে ফ্যাশন এবং ত্বক সচেতনতা একই সঙ্গে সম্ভব এই স্টাইলিশ জুন নামের ব্রেসলেট দিয়ে। আর জুনকে পেতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৯৯.৯৯ ডলার!

তবে একটা বিষয় জুন মাসে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়াতে প্রচন্ড রোদের তাপ থাকে। জুনের নামকরণে কি দক্ষিণ এশিয়ার রোদের কোনো সংযোগ আছে? সেটা জানা যায়নি। তবে আপনার ত্বকের সুরক্ষায় জুন কিন্তু আসলেই খুব কার্যকর ভূমিকা রাখতে পারে। কেননা দিন যত যাচ্ছে রোদের উত্তাপ ততই বাড়ছে, সুতরাং রোদের সঙ্গে বোঝাপড়া করেই চলাফেরা করা উচিত।

 


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়