ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোনালদোর রেকর্ডের পরেও জুভেন্টাসের হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোর রেকর্ডের পরেও জুভেন্টাসের হার

জুভেন্টাসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা আট ম্যাচে গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু গোল করেও দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ স্ট্রাইকার। নাপোলির মাঠে সিরি আ লিগের ম্যাচে ২-১ গোলের হার দেখে জুভেন্টাস।

নাপোলির কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে সাবেক ক্লাবের মাঠে গেলেন জুভেন্টাস কোচ মাউরিসিও সাররি। নাপোলির দর্শকরা দুয়োধ্বনিতে আমন্ত্রণ জানায় সাররিকে। আর সাবেক ক্লাব দেয় পরাজয়ের লজ্জা।

ম্যাচে প্রথমার্ধে দুই দলই সমান বল দখল রাখে। তবে আক্রমণে উভয় দল ছিল নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধের পরে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় রোনালদো প্রথমবারের মতো জালে বল জড়ায়। তবে পাস দেয়া হিগুয়েন অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি।

৬২ মিনিটে গোলরক্ষক বরাবর আবার শট করেন রোনালদো। তবে এর পরের মিনিটে প্রথম গোল হজম করে জুভেন্টাস। নাপোলিকে এগিয়ে দেন জিয়েলিনেস্কি। ৮৬ মিনিটে নাপোলিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন ইনসিনিয়ে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে জুভেন্টাসের হয়ে একমাত্র গোলটি করেন রোনালদো। এ নিয়ে লিগে পর্তুগিজ স্ট্রাইকারের গোলসংখ্যা দাঁড়ালো ১৭টি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০টি।

এ নিয়ে চার ম্যাচ পর হার দেখলো জুভেন্টাস। এবারের লিগে এটি দলটির দ্বিতীয় হার। অপরদিকে চার ম্যাচ পর ঘরের মাঠে জয়ের দেখা পেলো নাপোলি। শেষ ১৩ ম্যাচে তাদের জয় দাঁড়ালো ২টি।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট পিছিয়ে ইন্টার মিলান আছে দ্বিতীয় স্থানে।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়