ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত ২২ আগস্ট দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে কূটনীতিকদের কাছে সহায়তা চাওয়া হবে।

রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০২৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়