ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার : পররাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে ১৩৯টি দেশি-বিদেশি এনজিও সংস্থা কাজ করছে। এর মধ্যে শর্তের বাইরে গিয়ে ক্যাম্পে অপকর্মে লিপ্ত থাকায় ৪১টি এনজিওকে প্রত্যাহার করা হয়েছে। এখনও যারা অপকর্মে লিপ্ত, তাদের চিহ্নিত করার কাজ চলছে।

শনিবার সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরে সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এ সময় প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘বিদেশি এনজিও সংস্থাগুলো বাইরে থেকে টাকা এনে রোহিঙ্গাদের সাহায্য করে। এতে আমরা লাভবান হই। কিন্তু যখনই টাকাগুলো সঠিক পন্থায় খরচ না হয়, তখনই সমস্যার সৃষ্টি হয়।

‘‘নতুন করে আরও কিছু এনজিও সংস্থা শর্তের বাইরে গিয়ে কাজ করছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দারা তাদের চিহ্নিত করার কাজ করছে। চিহ্নিত করার কাজ শেষ হলে তাদের প্রত্যাহার করা হবে।’’

এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/সিলেট/৩১ আগস্ট ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়