ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে জনবল বাড়ানো হবে: আইজিপি

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে জনবল বাড়ানো হবে: আইজিপি

কক্সবাজার প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনবল আরো বাড়ানো হবে। একই সাথে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প বৃদ্ধির বিষয়ে সরকারের কাছে প্রস্তাব করা হবে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিতে বিমান যোগে কক্সবাজার পৌঁছান এবং বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। প্রথমে কুতুপালংস্থ মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত পুলিশ ক্যাম্পে কিছুক্ষণ সময় কাটিয়ে পরে ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যদের সাথে কথা বলেন এবং রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পর্কে জানতে চান।


রাইজিংবিডি/কক্সবাজার/৯ জুলাই ২০১৯/সুজাউদ্দিন রুবেল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়