ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস-মাদকবিরোধী প্রচারণা

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস-মাদকবিরোধী প্রচারণা

কক্সবাজার প্রতিনিধি : ইয়াবা বেচাকেনা, বহন, সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রোহিঙ্গাদের বিরত রাখতে কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রচারণা শুরু করেছে পুলিশ।

সম্প্রতি রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার পর থেকে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার বিকেলে টেকনাফের নয়াপড়া রোহিঙ্গা শিবিরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল প্রচারণা শুরু করে। এতে রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান, মাঝি, ইমাম, শিক্ষক ও সেখানকার বাসিন্দারা অংশ নেয়।

ওসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অভিযান পরিচালনার পর থেকে স্থানীয়দের ইয়াবা ব্যবসা অনেকটা কমে গেছে। কিন্তু সম্প্রতি রোহিঙ্গারা ইয়াবা পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই ক্যাম্পে ক্যাম্পে সন্ত্রাস, অপহরণ ও মাদকবিরোধী সভা পরিচালনা করছে সরকার।

মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে স্থানীয়রা, এতে স্থানীয়দের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে। অপকর্মের সঙ্গে জড়িত রোহিঙ্গাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। কঠোর শাস্তি ভোগ করতে হবে। সরকার রোহিঙ্গা শিবিরে বিশৃঙ্খলা মেনে নেবে না।

যুবলীগ নেতা ওমর ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার চেষ্ট চলছে।


রাইজিংবিডি/কক্সবাজার/৩১ আগস্ট ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়