ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জার্মানি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জার্মানি

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপের দেশ জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘকে সহায়তা করতে সক্রিয়ভাবে কাজ করারও আশা ব্যক্ত করেছে দেশটি।

রোববার ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

জার্মান দূতাবাস জানায়, ২৫ আগস্ট রোহিঙ্গা শরণার্থী সংকটের দুই বছর পূর্তি। মিয়ানমার রোহিঙ্গা সম্প্রদায়কে টার্গেট করায় সহিংসতা থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি শিশু, নারী ও পুরুষ পালিয়ে এসেছেন। জার্মান সরকার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সহায়তা দিয়ে আসছে।

এখন পর্যন্ত ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য জার্মান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। এর দুই বছর পূর্তি হলো রোববার।

এখন পর্যন্ত দুই দফায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও মিয়ানমারের অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়। বাংলাদেশে অবস্থান করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়