ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রোহিঙ্গা : আন্তর্জাতিক আদালতে শুনানি পর্যবেক্ষণ করবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা : আন্তর্জাতিক আদালতে শুনানি পর্যবেক্ষণ করবে বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় শুনানি শুরু হবে মঙ্গলবার। নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত ওই আদালতে এ শুনানি পর্যবেক্ষণ করবে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

রোববার রাতে প্রতিনিধিদলটি হেগের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এ প্রতিনিধিদলে কক্সবাজারে আশ্রয় নেয়া তিনজন রোহিঙ্গাও আছেন।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ১১ নভেম্বর আইসিজেতে এ মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

মামরার শুনানিতে ১০ ডিসেম্বর গাম্বিয়ার প্রতিনিধিদল তাদের বক্তব্য উপস্থাপন করবে। ১১ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার।

আদালতে শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নিচ্ছেন দেশটির স্টেট কনস্যুলার অং সান সুচি। শুনানিতে তিনি নিজ দেশের পক্ষে বক্তব্য রাখবেন। তবে আইসিজের আদালতে মিয়ানমারের নেত্রীর অংশ নেয়ার সিদ্ধান্তে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। নোবেলজয়ী সু চি কেন এ মামলায় লড়তে চলেছেন, তা নিয়েও চলছে আলোচনা।

আইসিজেতে দায়ের করা মামলার শুনানি শেষ হবে ১৩ ডিসেম্বর। এ মামলার বিষয়ে গাম্বিয়া তার যুক্তি ইতোমধ্যেই বিশ্বনেতাদের কাছে তুলে ধরেছে।

 

ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়