ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে কাজে আগ্রহী ধর্মীয় সম্প্রীতির এক সংগঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের নিয়ে কাজে আগ্রহী ধর্মীয় সম্প্রীতির এক সংগঠন

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সমস‌্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তঃধর্ম সম্প্রীতির সংগঠন রিলিজিয়াস ফর পিস।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ‌্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর স‌ঙ্গে সাক্ষাত ক‌রে‌ আন্তর্জাতিক সংগঠনটির একটি প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়।

বৃহস্প‌তিবার বিকা‌লে তাঁর সচিবালয় কার্যালয়ে সংগঠন‌টির মহাসচিব রেভারেন্ড কিয়োচি সুগিনির নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। 

সাক্ষাতকালে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। এসময় তারা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা সমস্যা নিয়ে তাঁদের সংগঠনের ভূমিকা রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তাঁদের আগ্রহকে স্বাগত জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা এখন একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে সর্ব ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এ সংগঠনের কোন কার্যকর প্রস্তাব থাকলে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা যেতে পারে।’

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠন‌টির বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি অধ্যক্ষ সুকোমল বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রফেসর এ. এইচ. এম. আবু বকর, ‍রিশো কোসেকাই নামক সমমনা আরেকটি সংগঠনের বাংলাদেশ চ‌্যাপ্টারের উপদেষ্টা রেভারেন্ড মিতসু ইউকি আরিতমি, বাংলাদেশে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া, ‍রিশো কোসেকাই বাংলাদেশ চ‌্যাপ্টারের সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়