ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গাদের পাসপোর্ট : জড়িতদের খুঁজতে কমিটি গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের পাসপোর্ট : জড়িতদের খুঁজতে কমিটি গঠনের দাবি

ছবি : শাহীন ভূঁইয়া

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের পাসপোর্ট দেয়ার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, সৌদি আরবে ৪০ হাজার বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গা রয়েছে। রোহিঙ্গাদের যারা পাসপোর্ট দিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।

তিনি আরো বলেন, মানবিকতার কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম, কিন্তু দীর্ঘদিন ১১ লাখ রোহিঙ্গার ভার বাংলাদেশের বহন করা সম্ভব নয়।

তিনি দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান খান, প্রেসিডিয়াম সদস্য হারুনর রশিদ, জাসদ নেতা নাজমুল হক প্রধান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

 

ঢাকা/মেহেদী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়