ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

'রোহিঙ্গাদের মোবাইল বন্ধে নেতিবাচক প্রভাব পড়বে’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'রোহিঙ্গাদের মোবাইল বন্ধে নেতিবাচক প্রভাব পড়বে’

জ্যেষ্ঠ প্রতিবেদক: রোহিঙ্গা জনগোষ্ঠীর মোবাইল সেবা বন্ধে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল-১৯।

সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল টেলিযোগাযোগ সেবা ব্যবহার সীমাবদ্ধ করার সিদ্ধান্তটি মত প্রকাশের স্বাধীনতা, ও তথ্য অধিকার লঙ্ঘন। এর আগে মিয়ানমার সরকার পশ্চিম মিয়ানমারে মোবাইল ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছিল। তখন এই রোহিঙ্গাদেরই ওপরেই সেই নিষেধাজ্ঞা জারি হয়। এখন বাংলাদেশ সরকারও রোহিঙ্গাদের ওপর মোবাইল ব্যবহার সীমাবদ্ধ করেছে।

আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সাল বলেন, এই আদেশটি রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। এই পদক্ষেপগুলি ভয়াবহ সহিংসতা সহ্য করা একটি সম্প্রদায়ের আঘাতজনিত দুর্বলতা এবং বিচ্ছিন্নতা আরও গভীর করবে।

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিযোগাযোগ অপারেটরদের কাছে চিঠি দিয়ে রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধের নির্দেশ দেয়।


রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৯/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়